অনলাইন ডেক্স।:
যুক্তরাষ্ট্র চাঁদে পারমাণবিক চুল্লি বসাবে। চাঁদের বুকে প্রথম পারমাণবিক চুল্লি বসানোর পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদে টেকসই উপস্থিতি গড়ে তোলার দৌড়ে চীন ও রাশিয়ার আগে এগিয়ে যাওয়া এই নির্দেশের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানায়, ৩১ জুলাইয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে, চীন ও রাশিয়া অন্তত তিনবার যৌথভাবে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। ২০৩০ দশকের মাঝামাঝি সময়ের মধ্যে তারা এটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করতে চায় নাসা। এই খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।
ডাফি মঙ্গলবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন চাঁদে পৌঁছানোর প্রতিযোগিতায় আছি ও আমাদের প্রতিপক্ষ চীন। চাঁদে ঘাঁটি স্থাপন করতে চাইলে শক্তি সরবরাহের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক।
চাঁদে মানুষ বসবাসের পরিকল্পনায় পারমাণবিক চুল্লি বিশেষ সহায়ক হবে মনে করছে নাসা। নাসার তথ্য অনুযায়ী, চাঁদের বুকে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতির জন্য অন্তত ১০০ কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি একটি নির্দেশনায় পারমানবিক চুল্লির পরিকল্পনাকে ‘জরুরি অগ্রাধিকার’ হিসেবে উল্লেখ করেন। যদি চাঁদে জীবনধারণ করতে চাই সেখান থেকে মঙ্গল গ্রহে যেতে চুল্লির প্রয়োজনীয়তা অপরিহার্য।