কাদের সিদ্দিকীর ক্ষোভ: মব দিয়ে ডিআরইউ’র অনুষ্ঠান বানচাল

Date: 2025-08-28
news-banner
অনলাইন ডেক্স: 
“মব দিয়ে ঢাকা রিপোটার্স ইউনিটির অনুষ্ঠান বানচাল করা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি বলে মনে করি। সে বিজয়ের সফলতা সব সময়ই কাম্য করি। কিন্তু সেই বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম তাদের এ বিজয় হাজার বছর টিকে থাকবে। 
কিন্তু মাত্র এক বছরেই তা ধ্বংসের দিকে যাবে, তা কল্পনা করিনি।” ভাই লতিফ সিদ্দিকী প্রসঙ্গে বলেন “বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। ডিবি অফিসে আরও কাকে কাকে আটক করা হয়েছে জানি না। তবে গ্রেফতারের কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্যও কোথাও আটক রাখা যায় না।” তিনি অভিযোগ করেন, “উনারা মামলা দিতে পারেন—সেটা সত্য হোক বা মিথ্যা—কিন্তু আটক করে কোনো কারণ না দেখানো যায় না। এটি অগ্রহণযোগ্য।” 
বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, “মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশে বাধা দিচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটিই সংস্কার করা জরুরি।”

advertisement image

Leave Your Comments