অনলাইন ডেক্স:
জেলা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। এছাড়াও মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার অলংকারাদি। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এসব দানবাক্স খোলা হয়। প্রশাসনের উপস্থিতে চলছে টাকা গণনার কাজ।
দানবাক্সগুলো খুলে গণনার কার্যক্রম পরিচালনা করছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ৪ মাস ১৮ দিন পরে এ দানবাক্সগুলো খোলা হলো। মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি ও দেশে বিদেশ থেকে আসা মানতকারীদের দান থেকে এসব অর্থ জমা হয়।
উল্লেখ্য, পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় প্রতিবারই বিপুল অঙ্কের টাকা, সোনা-রুপার অলংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব অর্থ মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কাজে ব্যয় করা হয়।