অনলাইন ডেক্স : চট্টগ্রামের বিভাগীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী এলাকায় অক্সিজেন রোডের সামনে মোটরসাইকেলকে তেলবাহী লরি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদ্বয় হলেন, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৫) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৪)। নিহত আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। মনজুর আলম শিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। এসময় পেছন থেকে মুসকান প্রতিষ্ঠানের একটি তেলবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। বার আউলিয়া হাইওয়ে ওসি আব্দুল মমিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়েছে।