মাদারীপুরে মাকে অচেতন করে শিশু অপহরণ

Date: 2025-09-02
news-banner
মাদারীপুর সংবাদদাতা:
জেলা মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিন মাসের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মারিয়াম ওই সড়কের বাসিন্দা মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার (২৭)। সড়কের পাশে গাড়ীর জন্য বসলে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুটিকে চুরি করে নিয়ে যায়। দুপুরের সময় জ্ঞান ফিরলে বাড়িতে একা ফিরে আসেন মা কানুন। পরে বিষয়টি পরিবারের সবাইকে জানালে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
শিশুটির বাবা মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‌‘আমার শিশু সন্তানকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার চাই।’
শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তার আসা-যাওয়া সময়ের মধ্যে কী ঘটেছিল, সেই বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
advertisement image

Leave Your Comments