মেহেরপুরে সাংবাদিককে গণপিটুনি

Date: 2025-07-30
news-banner
অনলাইন ডেক্স: 
  1. জেলা শহর মেহেরপুরে ভয় দেখিয়ে চাঁদা নিতে যাওয়া এক সাংবাদিককে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী তাকে গাংনী থানায় সোপর্দ করে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রউফ মেহেরপুর মল্লিকপাড়ার মৃত জমির উদ্দীনের ছেলে ও দৈনিক রূপকার পত্রিকার প্রতিনিধি। থানার অভিযোগে বলা হয়, আব্দুর রউফ গত সোমবার বিকেলে বাঁশবাড়িয়া পল্লি চিকিৎসক আব্দুল মাবুদের কাছে গিয়ে তার ওষুধ সেবন করে একজন রোগী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান। প্রশাসনের লোকজন অভিযান চালাতে পারে মর্মে হুঁশিয়ারি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। পল্লি চিকিৎসক আব্দুল মাবুদ ভয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন তাকে। পরদিন মঙ্গলবার বিকেলে আবারো ২০ হাজার টাকা চাওয়া হলে আব্দুল মাবুদ কৌশলে তাকে দোকানে ডেকে আনেন ও বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয় লোকজন কথিত সাংবাদিকের সঙ্গে বলে কথার অমিল পেলে তাকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেনাবাহিনীর একটি টিম আব্দুর রউফকে উদ্ধার করে গাংনী থানায় সোপর্দ করে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চাঁদাবাজির ঘটনায় পল্লি চিকিৎসক আব্দুল মাবুদের ভাই মোমিনুল ইসলাম মঙ্গলবার রাতে বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। মামমলা রুজু করে গ্রেফতার দেখিয়ে আজ বুধবার মেহেরপুর আদালতে সোপর্দ করা ।
advertisement image

Leave Your Comments