অনলাইন ডেস্ক:
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে এক বিশাল জনসভায় দেওয়া বক্তব্যে তিনি মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ সম্বোধন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে যুদ্ধের আহ্বান জানান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
এবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন তামিলনাড়ুর কৃষি মন্ত্রী এম আর কে পান্নীরসেলভম। তিনি বিজয়কে কঠোরভাবে সমালোচনা করে বলেন, “মুখ্যমন্ত্রীকে ‘চাচা’ বলা রাজনৈতিক শালীনতার পরিপন্থী। এটি তার অপ্রাপ্তবয়স্কতার পরিচায়ক এবং তিনি হিরোইজমের ফ্যান্টাসিতে ভুগছেন।”
মন্ত্রী আরও বলেন, “সিনেমা আর রাজনীতি এক নয়। বিজয় সম্ভবত তার ভক্তদের উপস্থিতিতে প্রভাবিত হয়ে এমন মন্তব্য করেছেন। মনে হচ্ছিল তিনি যেন কোনো সিনেমার সংলাপ বলছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।”
তিনি সতর্ক করে দেন যে জনপ্রিয়তা দিয়ে রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। “রাজনীতি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে করতে হয়, সিনেমার মতো কল্পনায় নয়,” যোগ করেন পান্নীরসেলভম।