নারায়ণগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় পণ্য জব্দ

Date: 2025-08-09
news-banner

অনলাইন ডেক্স :

শিল্পাঞ্চল শহর নারয়ণগঞ্জের ফতুল্লায়  একটি বালুভর্তী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৯ আগস্ট) কোস্টগার্ড সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। কোস্টগার্ডের এক মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। ওই সময়ে  গতিবিধি সন্দেহ হওয়ায় একটি ট্রাকে তল্লাশি চালালে প্রায় ৫০ লাখ ৮৩ হাজার ৪ শত ৭২ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।  লেফটেন্যান্টক কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মালামাল ও আটক দুইজনের বিষয়ে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

advertisement image

Leave Your Comments