নেত্রকোনায় বিকাশ কর্মীর মরদেহ উদ্ধার

Date: 2025-08-12
news-banner

অনলাইন ডেক্স :

জেলা নেত্রকোনার শেখপাড়া গ্রামীন ফোনের এক বিকাশকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত ওই ব্যক্তি হলেন, মো. রিজন মিয়া (২২)। সে নেত্রকোনা জেলা শহরের নাগড়া শেখপাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, প্রতিদিনের মতো রিজন মিয়া রোববার সকালে বাসা থেকে বের হন। এ সময় তার সঙ্গে বিকাশের ১২ লাখ ৫০ হাজার টাকা ছিল। বিকাল ৩টার পর থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। তার সন্ধান না পাওয়ায় অবশেষে রাতে নেত্রকোনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার বিকেলে জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাদিস মিয়ার বাড়ির পেছনে মগড়া নদী থেকে হাত-পা বাঁধা মরদেহ পায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আটপাড়া উপজেলার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার জানান,  ময়না তদন্তের জন্য তার মরদেহ নেত্রকোনার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

advertisement image

Leave Your Comments