নড়াইলে পাখির বাসা নষ্ট করায় জরিমানা

Date: 2025-09-03
news-banner
নড়াইল সংবাদাতা:
জেলা নড়াইলে আমগাছ কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রায়ের মাধ্যমে এ জড়িমানা করেন।
জানা গেছে, গত রবিবার (৩১ আগস্ট) ভোরে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন উপজেলা গেটের আম গাছে পাখি বসায় বিরক্তি মনে করেন। পরে তিনি সরকারি জমির ওপরের আমগাছের ডালপালা কেটে দেন। কর্তনকৃত আমগাছে প্রতিদিন হাজারো চড়ুই পাখি রাত্রিযাপন করে। সন্ধ্যায় পাখিরা ফিরে এলে ডালপালাবিহীন গাছ দেখে উড়তে থাকে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাখি প্রেমিক সোহেল রানা লাক্সমী বাদী হয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগ করেন। 
এর প্রেক্ষিতে বুধবার (৩ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাখির আবাসস্থল নষ্টের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডালকাটা গাছটিতে ১০টি ছিদ্রযুক্ত হাঁড়ি বেঁধে দিতে হবে বলে নির্দেশ দেন। 
advertisement image

Leave Your Comments