ওসি প্রদীপের ফাঁসি ঘোষণার দাবি

Date: 2025-08-11
news-banner

অনলাইন ডেক্স : 

মেজর সিনহা হত্যার প্রধান ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের নিদিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। দ্রুত ফাঁসির রায় কার্যকর না হলে কঠোর কর্মসূচিরও ঘোষনা দিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন নামের সংগঠন। সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সন্মেলনে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

লিখিত বক্তব্যে সংগঠনটির  সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন সাইফ (অব.) বলেন, মেজর সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে অনেক আগে। কিন্তু অদৃশ্য কারনে ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা ন্যায়বিচারের অপমান। নিহত শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর  নিহতের স্বজনদের সাথে প্রহসন। এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়-আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে। সংগঠনটি বলে, এই বিলম্ব আর চলবে না। সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই-প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণার। নতুবা, আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, আমরা বিশ্বাস করি এখন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কিন্তু মাঝে মধ্যে বিচারপতিদের বক্তব্য শুনলে মনে হয়, বিচার বিভাগ এখনো স্বাধীন এবং স্বতন্ত্র হতে পারেনি। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল্লাহ আলামিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

advertisement image

Leave Your Comments