অনলাইন ডেক্স :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসির ঘুষ বাণিজ্য ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর-এর ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া উপজেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলাটি দায়ের করেন ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার। এর আগে ৪ আগস্ট আরটিভি অনলাইন এবং ৭ আগস্ট যুগান্তর-এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ওসির নেতৃত্বে ঘুষ বাণিজ্য, যাত্রী হয়রানি ও অবৈধ পারাপারের তথ্য প্রকাশ পায়। প্রতিবেদনে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও কনস্টেবল দেলোয়ার হোসেনের সরাসরি ঘুষ গ্রহণের প্রমাণ, মেডিকেল ভিসায় যাত্রীদের কাছ থেকে টাকা আদায়, ভুয়া পাসপোর্ট সীল ও চোরাচালান সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়।
সাংবাদিক ফজলে রাব্বি বলেন, “তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা চলছে, আমরা এর নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি করছি।” আরটিভির সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, “সত্য প্রকাশ করাই সাংবাদিকের কাজ। ভয় দেখিয়ে বা মিথ্যা মামলা দিয়ে তা বন্ধ করা যাবে না।”
আখাউড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক কল্যাণ সোসাইটি এক যৌথ বিবৃতিতে মামলাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায়। তারা সতর্ক করে বলেন, মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মামলাটি চাঁদাবাজি ও মানহানির অভিযোগে নথিভুক্ত হয়েছে।প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে স্থলপথে বাংলাদেশের অন্যতম যোগাযোগ মাধ্যম হওয়ায় যাত্রীদের কাছে জনপ্রিয় রুটে পরিণত হয়েছে।