অনলাইন ডেক্স :
জেলা গোপালগঞ্জে পানিতে পরে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়ন এবং হিরণ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- পূর্ব নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে কলেজ শিক্ষার্থী সজল জয়ধর (২০), তার চাচা শংকর জয়ধরের মেয়ে অনুশূয়া জয়ধর (৬) এবং দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত শেখের ছেলে ইছাহাক শেখ (৪)। সজল জয়ধরের দুলাভাই কিশোর রায় জানান, সজল জয়ধর চাচাত বোন অনুসূয়াকে ঘাড়ে নিয়ে বাড়ির পাশের পুকুরে সাঁতার কাটছিলেন। মাঝ পুকুরে গিয়ে আর ফিরে আসতে পারেনি। এসময় অনুসূয়া তার ঘাড় থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সজলও ডুবে যায়। পরে স্বজনরা জাল টেনে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কোটালীপাড়া থানার উপসহকারি পুলিশ পরিদর্শক আল আমিন জানান, দক্ষিণ হিরণ গ্রামের বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল ইছাহাক। কোনো এক সময় সে পুকুরের পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের চিকিৎসা শেখ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তিনজনকেই হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তিনজনের মরদেহ পুলিশ থানায় নিয়ে যায়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।