পটুয়াখালীতে বজ্র প্রতিরোধে দশ হাজার তালবীজ রোপন

Date: 2025-08-22
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদাতা:
পটুয়াখালীর বাউফলে পরিবেশ রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রমের উদ্ধোধন করেন সমাজ সেবক মাসুম বিল্লাহ।
গাছের বীজ রোপণের এই কার্যক্রম উপজেলার পূর্ব কালাইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেইলি ব্রিজ থেকে শুরু হয়ে তেঁতুলিয়া নদীর পাড়ের ফেরিঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সম্পন্ন করা হয়। r7ohISI.jpegএর আগে দোয়া-মিলাদের আয়োজন করা হয় এবং উপস্থিত সবাই দেশের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া করেন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় সামাজিক সংগঠনের  মোঃ সোহেল মোল্লা, মো. মিজান ও মোঃ নীরব হোসেন। সমাজ সেবক মাসুম বিল্লাহ বলেন, “বজ্রপাত থেকে সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এর আগে আমরা প্রায় ১২ হাজার তাল গাছের বীজ রোপণ করেছি। 7VIKNZQ.jpegএবার আরও ১০ হাজার রোপণ করা হলো। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বাউফলের প্রত্যন্ত অঞ্চলে তাল গাছের বীজ রোপণ করা হবে।”এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম মাওলানা, বিএনপি নেতা গাজী গিয়াস উদ্দিন, সাজাহান মাতুব্বর, ইউপি সদস্য মোঃ জালাল মোল্লা, মোঃ মাহাবুব স্যার, মোঃ মুসা ও মোঃ মহিবুল্লাহ সহ অনেকে।

advertisement image

Leave Your Comments