বাউফল সংবাদদাতা- পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউনিয়নে জমাজমির বিরোধকে কেন্দ্র করে নজরুল মাতব্বর (৫৫) নামের এক কৃষকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে কৃষককে উদ্ধার করে তাকে থানা হেফাজকে রেখেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে কালাইয়া ইউনিয়নে কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্পূরকাঠি গ্রামের মৃত সিদ্দিক মাতব্বরের ৪ ছেলে। নজরুল মাতব্বর সবার বড়। সমবন্টনে জমি ভাগ করে ৪ ভাই চাষাবাদ করছে পৈতৃক জমি। কিন্তু জমি নিয়ে বিরোধে মামলা চলমান আছে। এ মামলায় নজরুল মাতব্বর কোন খরচা দেয়না বলে ভাইদের অভিযোগ। মঙ্গলবার সকালে নজরুল ২ কাঠা জমিতে চাষাবাদ করতে গেলে তাঁর মা জয়নব বিবি জমি ভাগ করে চাষাবাদ করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল তার মা জয়নব বিবিকে মারধর করে আহত করে।
খবর পেয়ে ছোট ভাই, আবু তাহের, মাইনুল, মোজ্জাম্মেল বড় ভাই নজরুলকে ধরে গাছের সাথে বেঁধে রাখে। এ দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার। এ বিষয়ে মা জয়নব বিবি বলেন, নজরুল জোর করে আমার অন্য তিন ছেলের ভাগের জমি চাষ করছে। আমি বাধা দিলে নজরুল মারধর করে। ছোট ভাই আবু তাহের জানায়, তাকে কেউ বেঁধে মারধর করেনি, কৌশলে গাছের সাথে নিজকে বেঁধে আমাদের ফাঁসাতে চায়। নজরুল বলেন, ভাগের ২ কাঠা জমি চাষ করতে গেলে আবু তাহের, মাইনুল,মোজাম্মেল তাকে বেধে মারধর করে, আমি মাকে মারিনি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার বলেন, কৃষককে উদ্ধার করেছি। ঘটনার মূল কারন ক্ষতিয়ে দেখা হচ্ছে।