পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে টানা দুই দিন দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় রেজাউল (২৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ। তিনি সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে।
স্থানীয়রা জানান,
সোমবার সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে রাতে কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর নদীতে ভেসে ওঠে তার মরদেহ।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে পৌর শহরের লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদারের (২৫) মরদেহ। তিনি স্থানীয় কালাম হাওলাদারের ছেলে। পরিবারের দাবি, সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। নিহত তুহিন স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রেখে গেছেন। টানা দুই দিনে ধারাবাহিকভাবে দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।