বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:- পটুয়াখালীর বাউফলে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার ধাউরাভাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনে অস্ত্র মামলায় ২০২০ সালে সাজা হয় পাঁচ আসামীর। ২০০১ সালে দুইটি দেশীয় তৈরী পাইপগান (আগ্নেয় অস্ত্র) তাদের কাছ থেকে জব্দ করে পুলিশ। ওই সময় ১৯ এর (ক) ধারায় অস্ত্র আইনে বাদী হয়ে মামলা করেন এসআই রেজাউল করিম।
আসামীরা হলেন, উপজেলার বগা এলাকার ধাউরাভাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন ফরাজি ওরফে গেদু ফরাজির ছেলে হানিফ ফরাজি (৫৫), দেলোয়ার হোসেন ফরাজী (৫৩), সুলতান ফরাজি (৫১) ও নজরুল ইসলাম ফরাজী (৪৯)। এদের প্রত্যেকের চৌদ্দ বছর করে সাজা হয় ও একই গ্রামের মন্নান ফরাজীর ছেলে আমির হোসেন ফরাজি (৫৫) এর দশ বছর সাজা দেয় আদালত।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দুইটায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন তারা পলাতক ছিলো। জুম্মার নামাজ শেষে তাদের পটুয়াখালী আদালতে পাঠানো হবে।