পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে স্কুলশিক্ষক আবু হানিফের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা মোজাম্মেল হক প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গলাচিপা পৌর শহরের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
এর আগে গত ২৭ আগস্ট ভুক্তভোগী আবু হানিফের স্ত্রী বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল প্যাদাসহ ছয়জনের নামসহ পাঁচ ছয়জনকে অজ্ঞাত আসামি করে রাঙ্গাবালী থানায় মামলা করেন।
মামলার বাদী আসমা বেগম বলেন, তাঁর স্বামী আবু হানিফ চরমোন্তাজ লক্ষ্মী বেস্টিন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। পাশাপাশি তিনি স্থানীয় মসজিদে জুমার খুতবায় ধর্মীয় আলোচনা করেন। খুতবায় চাঁদাবাজির বিষয় নিয়ে আলোচনা করাকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট রাতে চর বেস্টিন গ্রামে বিএনপি নেতা মোজাম্মেলের নেতৃত্বে দুই দফায় হামলার শিকার হন হানিফ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে রাঙ্গাবালীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোজাম্মেল হক প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।