বাউফল সংবাদদাতা :
পটুয়াখালীর বাউফল উপজেলার সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ব্র্যাক ওয়াশ (WASH) কর্মসূচির আওতায় নির্মিত ‘পাইপড ওয়াটার সিস্টেম’ ও ‘হাইজিন কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট ২০২৫) বেলা ১২টায় এর উদ্বোধন করা হয়। ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন স্থাপনা দুটির উদ্বোধন করেন বাউফল উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ নুরনবী। উদ্বোধনকালে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নিয়মিত হাত ধোয়ার উপকারিতা, নিরাপদ পানি পানের প্রয়োজনীয়তা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রদান করেন। এছাড়া শিক্ষক ও পরিচালনা কমিটিকে এসব অবকাঠামোর ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ বিষয়ে গুরুত্বারোপ করে দিকনির্দেশনা দেন। তিনি নিজ হাতে নবনির্মিত হাইজিন কর্ণার পরিদর্শন করেন এবং ছাত্রীদের মাঝে হাইজিন বার্তা পৌঁছে দেন। পাশাপাশি, শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে প্রতিটি রুমে ময়লা ফেলার ঝুড়ি, ব্যক্তিগত পানির বোতল ও ক্লাসরুম পরিষ্কারের সরঞ্জাম বিতরণ করা হয়। প্রধান অতিথি ব্র্যাক ওয়াশ কর্মসূচির এই উদ্যোগের প্রশংসা করে কর্মসূচির সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মোশারেফ হোসেন সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা, ব্র্যাকের টেকনিক্যাল অফিসার রাবেয়া আক্তার, কর্মসূচি সংগঠক বিপ্লব কুমার মন্ডল ও কর্মসূচি সংগঠক মেহেদী হাসান।