রাজনৈতিক সংশ্লিষ্ট থাকার অভিযোগে সেনা কর্মকর্তা আটক : আইএসপিআর

Date: 2025-08-01
news-banner

অনলাইন ডেক্স: 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)জানিয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে । শুক্রবার (১লা আগস্ট) দুপুরে আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। আইএসপিআর জানায়, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ উঠেছে। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয় এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শৃঙ্খলাপরায়ণ বাহিনী।েএখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার সাথে জড়িত থাকার কোনো অবকাশ নেই। প্রমানিত হলে সেনাসদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী তার সকল সদস্যের মধ্যে পেশাদারত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও অবিচল।  আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছেন বলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এ তথ্য নিশ্চিত করেন। 


advertisement image

Leave Your Comments