সারাদেশে একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৫জন

Date: 2025-08-21
news-banner

অনলাইন ডেক্স : 

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায় ও দুজন রাজশাহীতে।চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জন এবং শনাক্ত রোগী ২৭ হাজার ৭৮২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছে।  ২৪ ঘণ্টায় ৩১৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৭৯ জন ডেঙ্গু রোগী। 

২০২৪ সালের জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৭৮২ জনের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী ডেঙ্গু আক্রান্ত। 


advertisement image

Leave Your Comments