সেফটি ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

Date: 2025-09-03
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা নড়াইলের কালিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জুনায়েদ সর্দার (4) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ঘটনা ঘটেছে। জুনায়েদ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের আলমগীর সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মায়ের সঙ্গে খালার বাড়িতে গিয়েছিল জুনায়েদ। এদিন দুপুরে তার মা বাজারে গেলে নানার সঙ্গে বাড়িতে ছিল  খেলার ছলে ফড়িং ধরতে গিয়ে নিখোঁজ হয় জুনায়েদ। পরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা  এক পর্যায়ে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ঢাকনা ভাঙা দেখা যায়। সেখান থেকে জুতা দেখতে পেয়ে ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। 

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনায় পরিবারের কারো কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


advertisement image

Leave Your Comments