অনলাইন ডেক্স:
চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ সাত বছর পর । শনিবার (৩০ আগস্ট) জাপানে দুই দিনের সফর শেষ করে তিনি চীনের তিয়ানজিনে পৌঁছান। বিমানবন্দরে তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা ।
এ সফরে মোদী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করারও কথা রয়েছে মোদীর। এর আগে ২০২৪ সালে রাশিয়ার কাজানে সর্বশেষ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে সীমান্ত উত্তেজনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা দুই দেশের সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলেছে। মোদী জাপান সফরেও চীন-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, “চীন ও ভারতের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।” উল্লেখ্য, ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষে কয়েকজন সেনা নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক চরম পর্যায়ে অবনতি ঘটে। তবে সম্প্রতি উভয় দেশ সীমান্ত দ্বন্দ্ব কমাতে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরকালে এ বিষয়ে আলোচনা করা হয়।