অনলাইন ডেক্স:
চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শহীদ ওরফে সদিয়া (৩৩) নামের এক রিকশাচালক নিহত
হয়েছে। সে গাইবান্ধা জেলার
চন্ডীপুর ইউনিয়নের সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী সেজে কয়েকজন ছিনতাইকারী শহীদের রিকশায় ওঠে। কেচিয়াপাড়া এলাকায় পৌঁছালে তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা শহীদের বুকে ও পেটে উপর্যুপরি
ছুরিকাঘাত করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।