সিরাজগঞ্জে ভুয়া এনআইডি করতে এসে রোহিঙ্গা দম্পতি আটক

Date: 2025-08-25
news-banner

উঅনলাইন ডেক্স:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে আসা এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে নির্বাচন কার্যালয় কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন— রোকেয়া বেগম (৩২) ও মো. আনিছ (৩৮)। তারা কক্সবাজারের উখিয়ার টেংখালী ক্যাম্প-১২ জি-৪ এর বাসিন্দা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ওই দম্পতি ভুয়া কাগজপত্র নিয়ে তার কার্যালয়ে ভোটার হওয়ার জন্য আসেন। তাদের নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের আটক করে ইউএনও কার্যালয়ে পাঠানো হয়।

কামারখন্দ ইউএনও অনামিকা নজরুল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা হওয়ার কথা স্বীকার করেছেন। দুপুরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


advertisement image

Leave Your Comments