সচিবালয়ে প্রধান উপদেষ্টার দ্বিতীয় বৈঠক

Date: 2025-08-07
news-banner

অনলাইন ডেক্স : সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের দ্বিতীয়  বৈঠক এটি। ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সচিবালয়ে নতুন নির্মিত ১নং ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অন্যান্য দপ্তরের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো হয়েছে। তবে গত নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেছিলেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার সময় জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে ৫ নম্বর গেইট দিয়ে সচিবালয়ের প্রবেশ করেন ইউনূস। তার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।   দ্বিতীয় সভার অংশ হিসেবে দিনের শুরুতেই  এক নম্বর গেইট ছাড়া সকল গেট বন্ধ রাখা হয়। 

advertisement image

Leave Your Comments