স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন

Date: 2025-08-04
news-banner

অনলাইন ডেক্স: 

মহান আল্লাহর দরবারে শুকরিয়া,৫ আগস্ট মঙ্গলবার স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং আগামীতেও দেশকে যেকোনো স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে দিনটি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  ৩ আগস্ট বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম স্বৈরাচার পতন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যবস্থাপনায় আয়োজিত দিনভর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ দলের শীর্ষ নেতারা। ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বিশেষ বক্তা হিসেবেবক্তব্য রাখবেন । সকাল ১০টায় সমাবেশ, দুপুর ১২টায় গণমিছিল হবে এবং দুপুর আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। মাগরিবের পরে মাহফিল ও দোয়ার কার্যক্রম শুরু হবে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শাইখ আহমাদুল্লাহসহ ইসলামী আন্দোলন বাংলাদেশে  ও বরেণ্য আলেম ওলামাগন। 


advertisement image

Leave Your Comments