উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ

Date: 2025-08-14
news-banner

অনলাইন ডেক্স :

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা, যা দীর্ঘ ৬ ঘণ্টা চলেছে। এতে আটকে পড়ে ৮টি আন্তঃনগর ট্রেন। পরে তারা অবরোধ প্রত্যাহার করে বৃহস্পতিবার যমুনা সেতু এলাকায় রেল ও সড়কপথ অবরোধের ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কয়েক বছর ধরে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। গত ১৯ জানুয়ারি থেকে টানা ১১ দিন আন্দোলনের পর কর্তৃপক্ষের আশ্বাসে তা স্থগিত করা হয়। পরে ৭ মে একনেক সভায় প্রকল্পের ডিপিপির নীতিগত অনুমোদন দেওয়া হলেও এরপর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ২৪ জুন ও ২৭ জুলাই একনেক সভা হলেও তাদের দাবি পূরণ হয়নি, ফলে ২৬ জুলাই থেকে তারা আবারও আন্দোলনে নামেন।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর পেছনে ফেরার সুযোগ নেই। স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।”

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “শিক্ষার্থীদের অবরোধে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনুরোধ করেও তাদের সরানো যাচ্ছে না।”

advertisement image

Leave Your Comments