ভোলার মনপুরায় বজ্রপাতে কাকড়া শিকারির মৃত্যু

Date: 2025-09-01
news-banner

অনলাইন ডেক্স:

জেলা ভোলায় বজ্রপাতে জীবন চন্দ্র দাস (৫2) নামে এক কাঁকড়া শিকারির মৃত্যু য়েছে। সোমবার ( সেপ্টেম্বর) বিকেল পৌনে টার দিকে মনপুরা উপজেলার কাজির চর এলাকায় ঘটনা টে। তিনি মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের নম্বর ওয়ার্ডের হিন্দু আবাসন গ্রামের মেশ চন্দ্র দাসের ছেলে বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। সময় জীবন চন্দ্র দাস কাঁকড়া শিকার করছিলেন। ওই সময় হঠাৎ তার গাঁয়ে বজ্রপাত লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার জানান, জীবন চন্দ্র দাস কাঁকড়া শিকারি ছিলেন। বজ্রপাতে তিনি নিহত য়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পলিশের একটি দল পাঠানো হয়েছে।

 


advertisement image

Leave Your Comments